নিষ্পাপ শিশুদের নিয়ে একি প্রহসন
শত সেমিনার, কত না মধুময় ভাষণ;
কত যে মিটিং মিছিল, সভা সমাবেশ
কিছুই তবে ভাগ্যে জুটে না অবশেষ।
মঞ্চ কাঁপে, উঁচু স্বরে গাল ভরা বুলি
চালায় রিকসা, ভ্যান, রীতিমত কুলি;
কল কারখানায় কিংবা দোকানপাটে
কত খাটুনী, শ্রম বিত্তেরা নিচ্ছে লুটে।
ঐ যে দ্যাখো বাস ট্যাম্পু ও রেস্তোরা
কি গ্যারেজ কি বাসায় অবুঝ শিশুরা;
কোন মতে জুটে সে আধপেট খাওয়া
গর্হিত ভবিষ্যতই তার পরম পাওয়া।
লাখ লাখ শিশু এই রাজধানীর বুকে
ভাসে জীবন সমুদ্রে ঘুরছে ঘূর্ণিপাকে;
অংকুরেই ধ্বংস হচ্ছে কচি কচি ফুল
তবু ছোঁব নাকি আকাশ পিটাই ঢোল।
বাঙালিরা পারে, দিতে জানে আদর
নেবই গড়ে মানুষ, চরিত্রখানি সুন্দর;
জাতির মেরুদণ্ড শিশু তারা ভবিষ্যত
আমাদের সকলের পবিত্র আমানত।
November 14, 2017