খুঁজি কারে?
লেখাঃ অনিক শিকদার
যারে আমি উজান গাঙ্গে খুঁজি দিবানিশি
তারে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি।
যারে আমি সাঁঝের বেলা কুঞ্জবনে খুঁজি
তারে যদি দেখতো আঁখি সুখ হত পুঁজি।
কার জন্যে উদাস মনে স্বপ্নজাল বুনি?
কার তরে সরল প্রাণে ব্যাথা-কাব্য টানি?
কালা তুমি কোথায় আছো বৃত্ত-ভবপারে?
কবে চিঠি আসবে হেথা মন-ডাকঘরে?
যারে খুঁজি সকল রাত্রি পূর্ণিমার চাঁদে,
কোন বনে করুণ সুরে ব্যথা-রাগ সাধে?
যার ঘ্রাণে আকাশ মাতে সূর্য পুড়া তাপে,
সন্ধ্যা ক্ষণে অরুণ আভে ডুবেডুবে কাঁপে।
যারে খুঁজি দিঘির পাড়ে জোনাকির দলে,
একা পথে উদাস হয়ে হেলে-দোলে চলে।
যারে খুঁজি শীতের নব আগমন ক্ষণে,
তারে আজি পেলাম আমি অচেতন মনে।
যবে মোর চেতন হল নিশি কেটে ভোরে,
চেয়ে দেখি তোমার ছায়া বহু ক্রোশ দূরে।
তারে আমি গড়েছি হায় নোনা-জল দিয়ে,
স্মৃতি পটে রেখেছি তারে প্রেম-ফুল দিয়ে।
২ অগ্রহায়ণ ১৪২৪
নারায়ণগঞ্জ