ইচ্ছে

আমার যদি ডানা থাকতো
কতোই না ভালো হতো-
এদিক ওদিক ঘুরে বেড়াতাম
পাখিদের মতো।

মাটি ছেরে দিতাম পাড়ি
আকাশের পানে‚
দেখতাম গিয়ে পৃথিবীটা
কোথায় গেছে থেমে।

সুরুজটাকে বলতাম গিয়ে
কে তুমি ভাই?
দিনের বেলায় এতো আলো
পাও তুমি কোথায়।

চাঁদের সাথে দেখা হলে
বলতাম আমি হেসে‚
পৃথিবীর মানুষ কেনো
তোমায়? এতো ভালোবাসে।

মেঘের সাথে বলতাম কথা
তুমি এমন কেনো!
যখন-তখন অযোথা
ঝড়ে পরো কেনো।

আকাশটাকে বলতাম গিয়ে
কিসের এই মেঘের ভেলা?
চাঁদ-তারা তোমার বুকে
কেনো করে খেলা।

ভালোই কাটতো সকাল বিকাল
আমার সারাদিন‚
সকাল থেকে শুরু করে
এভাবে প্রতিদিন‚

0.00 avg. rating (0% score) - 0 votes