সন্ধায় নেমে ছায়া

১ম।
• গোধূলি নীল বর্ন বেকে দুয়ারে,
• একটু পরে সন্ধ্যা নামবে খানিক ক্ষন পরে।
• পশু পাখি হাল ছেড়ে গলা টানা দেওয়ার ছুটেছে ধীরে রাত্রি যাপনে যার যার প্রান্ত যার।
• কৃষক নাঙল কাঁদে লয়ে ধরছে বাড়ি পথ ফেরার।
• তেজস্ক্রিয় সূর্য্য রক্তিম লালে যাবে যাবে ঘরে দিবে
• ডুব,
• তার মাঝে বেলা ঘনিয়ে এল আধার সন্ধ্যার আচ্ছন্ন খুব।
• মুয়াজিন কন্ঠ ধ্বনি ভেসে ভেসে মাগরিবে সন্ধ্যা ধীর আযান,
• নতুন প্রদীপ দিল জ্বেলে চমকে ঘরে চেরাকি লন্ঠন দীর্ঘ রাত্রিরে অভিযান।

• সাঁঝের বেলা কৃষান বধু হেলে হেলে কুঁড়ে উঠুন পাহাল আন্ত প্রান্ত তদ্র কুড়য়।
• ততক্ষণে ভাস্কর্য রক্ত বর্নতা ডুব ডুব অদুরে টুপ করে ডুবে যায়। ,
ভয় ভয় নিস্তব্ধকার চারদিকে একাকার নেই কেহ সঙি সাথী বুক ধু ধু করবার পথ চলার পথ হাটবার ঘেনিয়ে এল সন্ধ্যা এক অদৃশ্য অন্ধকার ।

• তিমির রাত ঘেনিয়ে ধেয়ে ধেয়ে আসছে আঁধারের ছায়ার ঢালা,
• কালো ঝাপসা রেখা টেনে গেছে কালো রূপ পূর্ব আকাশ মিলে ও গাছপালা।
• চারদিকে একলা মাঠ ঘাট শুন্য স্তব্ধ নিরস্ত্র নিরাকার,
• ব্যাঙের ঘ্যাং ঘ্যাং ডাকন কীটপতঙ্গের গুন গুন শব্দে একাকার ।।

0.00 avg. rating (0% score) - 0 votes