মলোংগ্লো নদীর ঘাটে ।।। শফিক তপন
***********************************
পড়ন্ত বেলাতে মলোংগ্লো সেই শান্ত নদীর ঘাটে,
একটি মেয়ে এলো চুলে নগ্ন পায়ে একেলা হাটে ।
প্রত্যহ তাঁর কিছুটা সময় কাটে নদীর কূলে কূলে,
তাঁর নগ্ন পায়ের স্পর্শে নদীর ঐ জল উঠে দুলে ।
বাতাস যখন উড়ায় তাঁর রঙীন শাড়ীর আঁচল,
প্রাণ জুড়ায় তখন দেখে দুচোখের কাল কাজল ।
তাঁর প্রেমেরই স্মৃতি মলোংগ্লো নদীর বাঁকে বাঁকে,
সেই স্মৃতি চারণে নদীর বুকটি সদা নিমগ্ন থাকে ।
কখনোবা সে বিশ্রাম নেয় ঐ সবুজ গাছের ছায়,
কখনো গা হেলিয়ে দেয় সে উদাসী দখিনা বায় ।
পাকা সিড়ি নদীর পাড়ে বাঁধানো ঘাটের উপরে,
যখন হাসে সিড়িতে বসে হাসিতে যেন মুক্ত ঝরে ।
নদীর কোলে ভোরের কাঁচা রোদ দু চোখে মাখে ।
বিকেলের কড়া রোদ দেখে সে আঁচলে মুখ ঢাকে।
সুদূর আকাশের মেঘগুলি বুঝি ছায়া দেয় তাঁরে,
নিলীমার ঐ নীল মেঘের ফাঁকে উকি ঝুঁকি মারে ।
প্রকৃতি রচে এক স্বপ্নীল আবেশ তাঁকে একা পেয়ে,
আকাশ বাতাস প্রেমে পড়ে তাঁর মুখ পানে চেয়ে ।
সেই নৈসর্গিক দৃশ্য আলোড়িত হয় মনের কোণে,
আমারও হৃদয়ের মনিকোঠায় প্রেমের জাল বোনে ।
কখনো সে বৈঠা হাতে ভাসায় নাও ঐ নদীর বুকে,
অন্তর্লীন লাস্যময়ীতা ফুটে তাঁর ঐ শুভ্র পদ্ম মুখে ।
যখন হংস মিথুনের সাথে সহসা জমে তাঁর খেলা,
ধীরেধীরে ঐ সন্ধ্যা ঘনিয়ে আসে পড়ে যায় বেলা ।
************
শনিবার, ১১ই নভেম্বর ২০১৭ইং