স্বপ্নে সাজাই

স্বপ্নে সাজাই
লেখাঃ অনিক শিকদার

জাম-করমচা পাঁকা রঙের আলতা দেব পায়ে,
নূরজাহানের রূপালঙ্কার পরাব সারা গায়ে।
স্বর্ণলতা বিছা হবে ঢেউতোলা কোমরে,
কলসির জল লতায় পড়ে বৃষ্টি হয়ে ঝরে।
সাপের মত চলন তোমার খানিক হেলে দোলে,
কাঠগোলাপের ঝুমকা কানে নাচে তালে তালে।
আঁচল ধরে পিছ নিয়েছে কৃষ্ণ জাতের ভ্রমর,
রেশমি চুলের খোঁপার মূলে আসন দেব জবার।
আঁখি পানে দেখলে তার হয় যেন গো খুন,
তার গলার মালায় শোভা পায় কদলীর কুসুম।
বাজুবন্ধ হবে গো তার স্বচ্ছ কাঁচের চুড়ি,
অঙ্গে তার পরাব আকাশীরং শাড়ি।

২৭শে কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes