গাঁয়ের মাঝে হাট বসেছে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাঝে হাট বসেছে
আজকে মঙ্গলবারে,
কুমোর পাড়ার গরুর গাড়ি
আসছে সারে সারে।
গাঁয়ের কুমোর সাজায় হাটে
মাটির কলসী হাঁড়ি,
গাঁয়ের তাঁতি সেও এনেছে
ধুতি গামছা ও শাড়ি।
হাটুরেরা সব মাথায় বোঝাই
এনেছে লাউ ও বেগুন,
হরিদাসের ছোট্ট দোকান
বেচে তেল আর নুন।
মাথায় এখো গুড়ের হাঁড়ি
এনেছে গাঁয়ের চাষী,
বাঁশিওয়ালা গাছের তলায়
বেচে বাঁশের বাঁশি।
সারাদিন ধরে বেচাকেনা সেরে
সবাই ফেরে ঘরে,
সাঁঝের আঁধার নেমে আসে হেথা
নির্জন হাটের পরে।
দূরে দূরে গাঁয়ে জ্বলে উঠে দীপ
হাট আঁধারেতে রয়,
নির্জন হাটে সারা রাত ধরে
জোনাকিরা কথা কয়।