বিদগ্ধ সাগর—
————_মৌসুমী জামান
কবিতা লিখতে বলনা আমায়
কার্তিকের শিশিরের মতো ঝরে গেছে জীবনের কথাগুলো
স্বপ্নটুকু আজ ছেয়ে গেছে ব্যাথার পাহাড়ে
মরীচিকা হয়ে গেছে সুগভীর অশান্ত সাগর শুকিয়ে গেছে আহত আশার জাগ্রত প্রদিপটুকু
তীর হারা তরী আজ বিদগ্ধ সাগরে আছড়ে পড়ছে ঢেউয়ের তালে পাড় মাঝিরা হাল ছেড়ে বসে আছে
কে পার করে দেবে এপার থেকে ওপার আমার আার কবিতা লিখতে বলনা জীবনটা আজ সুকরুন অন্ধকার হয়ে গেছে
বেলা আজ গোধুলী প্রায়
একটু পরে সব রং নিভে যাবে
সব আয়োজন