জাগো নারী
লেখাঃ অনিক শিকদার
রক্ত সাজ আর শাড়ির ভাঁজ,
দুই খুলে গেলে মেয়েরা নির্লাজ!
কে করেছে এই হেয় কাজ?
তারও কিন নেই লাজ?
তবে এ কিসের নিয়ম কিসের সমাজ,
যদি নারী-পুরুষে হবে বিভাজ।
প্রীতিলতা, মাদার তেরেসা, তারাও কি নির্লাজ?
কে বলে তা, সে কাপুরুষ, শাড়ি হবে তার সাজ!
ধর্মে গর্বে হিন্দু মুসলিম পাতে জাল-বৃত্তজ,
অন্ধে বলে জাল চিনিনা, অন্য কি আছে সহজ?
জেনে শুনে দেখে কিভাবে আঁখি রাখি অবুজ,
মাঠের প্রান্তে দূর-দিগন্তে মা আমার সবুজ।
নারী বলেই আছি আজ একধাপ পিছে
স্বপ্ন দেখি সহস্রদল সবই সস্তাদর মিছে।
জানিনা সমাজ কি কি নিয়েছে
শুধু জানি একগাদা অপবাদ দিয়েছে।
হে পুরুষফুল, তুমি কোন গাছে ফুটেছ?
কে জানি কতবার কত বাগান লুটেছ।
মাদ্রাসার কিশোরী আর পাগলিনী বোন,
কত শত মা-মেয়ে শিশু-বধূ হয়েছে দহন?
নারী মা নারী বোন নারী মেয়ে-বউ
নারী নিড়ে পুরুষদেহ সুশীতল হউ।
নারী রাজা নারী প্রজা নারীই ঘাতক
নারীর সোহাগ-দুধে সকলি খাতক।
পর্দা প্রথার বলে নারী ঘরেবানানো পায়েস
এক পুরুষে চার বউয়ে মিটাবে খায়েশ।
নারীদেশ কত রবে ঘুমে অচেতন,
নারীকেশ হল কি গো ফাঁসির বাঁধন?
২৫শে কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ।