গাঁয়ে আছে আমবন

গাঁয়ে আছে আমবন

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ে আছে আমবন তালগাছ আর,

খেজুরের গাছ গাঁয়ে আছে চারিধার।

গাঁয়ের মাটির ঘর তার আঙিনায়,

বাটি হাতে শিশু এক গুড় মুড়ি খায়।

 

গাঁয়ের মাটির পথে চলে গোরুগাড়ি,

উঁচু তালগাছে চড়ে কেহ বাঁধে হাঁড়ি।

রাঙা মাটি পথ ধরে বধূ যায় ঘরে,

মাটির কলসী কাঁখে লাল শাড়ি পরে।

 

অজয়ের খেয়া ঘাটে যাত্রীরা সবাই,

মাথায় বোঝাই মাল নামায় নৌকায়।

ধরে হাল বৈঠা বায় মাঝিরা সকল।

ঘাট হতে ছাড়ে নৌকা উঠে কোলাহল,

 

ছোটগাঁয়ে ছোটঘর ছোট ছোট বাড়ি,

আম কাঁঠালের বন, খেজুরের সারি।

0.00 avg. rating (0% score) - 0 votes