গাঁয়ে আছে তালদিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে তালদিঘি তালগাছ পাড়ে,
কুকুরেরা দলেদলে এসে ডাক ছাড়ে।
তাল পুকুরের ঘাটে সোনা রোদ হাসে,
দুই ধারে ধান খেত রাঙা পথ পাশে।
গাঁয়ের বধূরা সব জল নিয়ে যায়,
পথের পথিক বসে তরুর ছায়ায়।
রাঙপথ এসে মিশে অজয়ের ঘাটে,
গাঁয়ের চাষীরা সব মাঠে ধান কাটে।
তাল পুকুরের ঘাটে পড়ে আসে বেলা,
বাবুপাড়া মাঠে চলে ফুটবল খেলা।
পশ্চিম দিগন্তে রবি যায় অস্তাচলে,
আঁধার ঘনায় তাল পুকুরের জলে।
তারা ফুটে চাঁদ উঠে জোছনার রাশি,
তাল পুকুরের ঘাটে খেলে হাসি হাসি।