কে আসে দেখ?
লেখাঃ অনিক শিকদার
হে নবীনকুমার কী আছে তোমার
দেশের তরে ত্যাজিবার?
রক্ত শক্তি সাধনা কিংবা কোন মণিহার,
অথবা মায়ের গলার হার।
কে আসে দেখ সিরাজ-উদ-দৌলার
স্বাধীন বাংলাদেশে?
মাটি ছেঁকে তার সোনা নিয়ে গেছে
নীলছাপ রেখে শেষে।
কে আসে দেখ কুন্দুলিনী হয়ে
ধর্ম-ভেদ ছকে?
হিন্দু-মুসলিম বিভাজনীয় সেই
তাম্র নকশা আঁকে।
কে আসে দেখ চিবুক চাপিবার,
মায়ের ভাষা রুধিতে!
রক্তকমল অঞ্জলি দানে পেলে
মাতৃবুলি কহিতে।
কে আসে দেখ মুজিবের দেশে
মায়ের সম্ভ্রম কাড়িতে?
তাড়াও যুবক-বুড়ো সবাই মিলে
পাঠাও যমের বাড়িতে।
এই বাংলা আমার ভূমিতল
কাউকে দেবনা ছাড়।
কে আসবি? আয় দেখি চল
সাহস আছে কার!
২২শে কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ