অজয়ের খেয়াঘাটে

অজয়ের খেয়াঘাটে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

অজয়ের খেয়াঘাটে নৌকা এসে ভিড়ে,

যাত্রীদের কোলাহল অজয়ের তীরে।

নাবিক লাগায় নৌকা ঘেঁষে কিনারায়,

নৌকা চড়ি যাত্রীদল পার হয়ে যায়।

 

শঙ্খচিল ভেসে চলে মেলে দুই পাখা,

চরে বসে মাছ ধরে ধবল বলাকা।

এপারেতে ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,

ওই পারে গ্রামশোভা অতি মনোহর।

 

নদীপারে ধানখেতে চাষী ধান কাটে,

গাঁয়ের বধূরা সব আসে নদীঘাটে।

কলসীতে জল ভরে চলে নিজ ঘরে,

সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।

 

একা নদী বয়ে চলে আপনার বেগে,

রাত কেটে ভোর হয় পাখি ওঠে জেগে।

0.00 avg. rating (0% score) - 0 votes