খাঁচার ভিতর বন্দী পাখি

খাঁচার ভিতর বন্দী পাখি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

খাঁচার ভিতর বন্দী পাখি

পারে না আকাশে উড়তে,

খাঁচার ভিতরে বন্দী পাখি

পারে নাকো বাসা গড়তে।

 

খাঁচার ভিতর বন্দী পাখি

খাঁচার ভিতরেই থাকে,

মুক্ত জগতের কেহই তার

খোঁজ-খবর নাহি রাখে।

 

খাঁচার ভিতর বন্দী পাখি

খাঁচার ভিতরেই রয়,

আপন দুঃখের জীবন কথা

আপনারেই শুধু কয়।

 

খাঁচার ভিতর বন্দী পাখি

খাঁচায় কাটায় জীবন,

খাঁচার বাইরে আসে তখন

যখন হয় তার মরণ।

0.00 avg. rating (0% score) - 0 votes