মানুষের পরিচয়

মানুষের পরিচয়
তোফায়েল আহমেদ টুটুল

মানুষের পরিচয়ে জগতে মানুষ বলি কাকে?
চরিত্রবান আদর্শবান ন্যায় নীতি যদি থাকে।
ভাল মন্দ বুঝেনা যে স্বার্থ খুঁজে সবার আগে,
কে আছে মহান ব্যক্তি লোভ লালসা ত্যাগে?
মানব কল্যাণে দিল হিংসা বিদ্ধেষ বিসর্জন,
মনুষ্যত্বের বিবেক বোধ হয়েছে কার অর্জন।।

সত্য মিথ্যা কথা প্রকাশ মূর্খ জ্ঞানীর পরিচয়,
অজ্ঞানী সত্য গোপনে মিথ্যায় খুঁজে আশ্রয়।
মিথ্যা চাদর কালো আঁধারে ক্ষণিকে আড়াল,
সত্য প্রদীপ প্রজ্জোলিত জ্বালায় চির মশাল।
মিথ্যার রাজত্বে রাজা ভাবে অজ্ঞ প্রজা দল,
কাণ্ডজ্ঞানহীন অধমেরা হারায় সত্যের সম্বল।

শক্তির দাপটে ক্ষমতার ভাবছে মিছে যোগ্য,
কর্মগুনে আপন পরিচয় নইলে সে অযোগ্য।
যালিম অত্যাচারীর যোগ্যতা কি মানুষ হবে?
পাষুণ্ড বর্বর হায়েনা হিংস্র জানোয়ার তবে?
মানুষ বাঁচে কর্ম দ্বারা মূনী ঋষী সাধক যারা,
ধ্যানে জ্ঞানে কর্মকাণ্ডে যোগ্যতার শীর্ষে তারা।

ব্যবহারে আসল পরিচয় বংশ মর্যাদার বৃদ্ধি,
আদব কায়দা শিক্ষা দীক্ষা প্রজন্মের সম্বৃদ্ধি।
ব্যক্তিত্বের চাকচিক্য ঘটায় কুঁড়ায় শ্রদ্ধা ভক্তি,
জনগণের আস্থা অর্জনে বাড়ায় স্বীয় শক্তি।
ব্যবহারে সৃষ্টি শত্রু মিত্র যশ খ্যাতি সুনাম রয়,
স্বার্থক পরিচয় যদি মানুষের মত মানুষ হয়।

0.00 avg. rating (0% score) - 0 votes