আঠারো বছর কেটে গেছে…
অনেক রূপান্তরে প্রিয় শহর,
তুমি আর তোমার জীবন
বদলে গেছে এই আঠারো বছর –
তবু আমি আজো তোমাকে খুঁজি
রাজপথে চটপটি ফুচকার ঝালে,
রেস্তোরাঁয় গরম কফির মগে,
আকাশের নীলে নক্ষত্র জালে।
আঠারো বছর কেটে গেছে…
অনেক রূপান্তরে প্রিয় শহর,
তুমি আর তোমার জীবন
বদলে গেছে এই আঠারো বছর –
তবু আমি আজো তোমাকে খুঁজি
রাজপথে চটপটি ফুচকার ঝালে,
রেস্তোরাঁয় গরম কফির মগে,
আকাশের নীলে নক্ষত্র জালে।