ভালোবাসার কাব্য – ছত্রিশ

আঠারো বছর কেটে গেছে…
অনেক রূপান্তরে প্রিয় শহর,
তুমি আর তোমার জীবন
বদলে গেছে এই আঠারো বছর –
তবু আমি আজো তোমাকে খুঁজি
রাজপথে চটপটি ফুচকার ঝালে,
রেস্তোরাঁয় গরম কফির মগে,
আকাশের নীলে নক্ষত্র জালে।

0.00 avg. rating (0% score) - 0 votes