নীরবচারী চোখ
লেখাঃ অনিক শিকদার
অনড় পর্বতজাত চোখ আমার
ঘুমিয়ে থাকে বিবেকের কারাগার,
শিকড় ছেঁড়াছিঁড়ি হয়ে যায়
তবুও নিরব অভিপ্রায়।
পলকে বিদ্যুৎপ্রভ পুলকসঞ্চার
দু’এক ছিন্নদ্বৈধ ঘটনা সমাহার,
বাকি সব খবরের কাগজ হয়ে থাকে
ভদ্র বিনম্র পুঁজিবাদ সমাজসেবক বাঁকে।
চোখ আমার চপলতা হারিয়েছে
কোন এক আগস্টের ধারেকাছে,
রক্তকাঞ্চন ফোঁটেছিল মোর আঁখিপাতে
জলের জোগান দিচ্ছি আজো সেই দিঘিতে।
চেয়ে দেখ মন কি সুন্দর এই ভুবন
আর কি হবে রে সোনার জীবন?
ঝড়ের অপেক্ষায় ক্লান্ত-পরিশ্রান্ত
সব গোড় ঘোর হয়ে যাবে উদ্বাস্তু।
জেগে ঘুমাস চোখ আমার কেন অবেলা
পশ্চিমে ভাসছে দেখ অরুণ মেঘের ভেলা,
আর কত নিরবগ্রহে চোখের বসবাস
অনিয়মকে তাড়িয়ে এবার দিলাম বনবাস।
১৫ই কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ।