কদলী-কুসুম

কদলী-কুসুম
লেখাঃ অনিক শিকদার

পরতে পরতে গুছানো সুখ
পলকে পলকে হয়েছে দুখ।
ভূভৃৎ দেখার আদি স্বপন
খোদিত ছিল প্রাণে নির্জন।
বর্ষার তরে ভরসা ছেড়েছি
শরতের ডাকে সাড়া দিয়েছি।
নতুন শ্বেত শিশিরে ধৌত
ঘাসের চাঁচে ঘুমে পতিত।
কুয়াশা এল অম্বর তলে
কদলীকুসুম পাপড়ি দলে।

১৩ই কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes