সুধা পিপাসা মিটেনা মোর এই বাংলা তরে,
বাংলায় বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
ঘন ছায়া মায়ায় ঘেরা বাংলার তরু লতা মাঠ,
আঁকা বাঁকা মেঠো পথে বটের তলায় হাট।
সবুজ মাঝে সাড়ি সাড়ি বৃক্ষ রাজির ছায়া,
সুদূর বিলের ঘন ঘাসে শীতল পাটির মায়া।
জন্মভূমির মাতৃক্রড়ে হাজার জানা চেনা মুখ,
তাদের সাথে মিশতে পেরে জুড়ে প্রানের বুক।
গ্রাম বাড়ি উঠুনখানি বেড়ে উঠা সে সম ক্ষন,
বাংলার বুকে ফিরে যেতে কাঁদে আমার মন।
বাড়ি টানে নারী টানে গৃহে ছুটি আপন তরে
বাংলা বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
কলমি লতা ভরা জলে ফোটে শাপলা যে ফুল
কৃষ্ণচূড়া রং ছড়িয়ে লালে ভরল যে দু কুল।
যেতে চাই ফিরে আমার সে ছোট্ট দেশের গাঁয়
দোয়েল কোয়েল ময়না শালিক সুরে সুরে গায়।
সিনিগ্ধ বায়ু কোমলতায় আঁচল উড়িয়ে লেগে,
ভোরের ডাকে সোনালী রোদ উঁকি মেরে জেগে।

0.00 avg. rating (0% score) - 0 votes