বিঁষাধ রজণী
তোফায়েল আহমেদ টুটুল
ঘুমের রাজ্যে সুখ শান্তির সজ্জিত বিছানায়
স্বপ্নে বিভোর সকল প্রজা,
দুঃখ কষ্ট বেদনার আঘাতে বিদ্রোহী হয়েছে
ক্ষত বিক্ষত হৃদয় রাজা।।
ভালবাসার মন্ত্র দিয়ে বিশ্বাস ভক্তির শ্রদ্ধায়
যতই লিখি রাজ্যের বিধান,
ব্যথাগুলো বিরহে যোগদানে আন্দোলন গড়ে
ছাপি বসে যন্ত্রণার ফরমান।।
আশাযত হতাশার নীড়ে পায়না মুক্তির সনদ
নিরাশা জ্বালায় চিতার অনল,
প্রতারণাতে মীরজাফর সাজায় ঘৃণার কাফন
ছলনার রাজ্য স্মৃতির দখল।।
তন্দ্রাহারা নয়ন দুটি জোস্না মধুর মাধবী রাতে
প্রহর গুনে ভোরের প্রত্যাশা,
ঊষকালে পূর্বে উদিত রবির ঝলমল কিরণ
চাদরে ঢেকে রাখে ঘন কুয়াশা।।
প্রভাতে ঘাসের ডগায় শিশিরের মুক্তার দানা
রজণী নিশিতে করেছে ধারণ,
পবনের মৃদু স্পর্শে হেলে দোলে আনন্দে নাচে
ঝরে পড়ার ভয় হয়না স্বরণ।।
নিস্তব্দ রাত্রিতে প্রকৃতি সকল ঘুমিয়েছে সুখে
অপলক আঁখি নিদ্রাবিহীন,
স্মৃতির ডাইরী উম্মোচন করে মনের অজান্তে
ধূসর কালো নিশিথ রঙিন।।
খবর সুন্দর
অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ভালবাসার মন্তব্যে
পেয়ে ধন্য।
অধমের লেখাগুলো পায় স্বার্থকতা।
কৃতজ্ঞতার সাথে জানাই ভক্তির শ্রদ্ধাঞ্জলী।
ভাল থাকেন সুস্থ থাকেন সারাটা জীবন।
আগামী দিনগুলি হোক সুন্দর, সুখের, শান্তির এবং সফলতার মহান আল্লাহর দরবারে লাখো কোটি প্রার্থণা।
খুব সুন্দর
অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ভালবাসার মন্তব্যে
পেয়ে ধন্য।
অধমের লেখাগুলো পায় স্বার্থকতা।
কৃতজ্ঞতার সাথে জানাই ভক্তির শ্রদ্ধাঞ্জলী।
ভাল থাকেন সুস্থ থাকেন সারাটা জীবন।
আগামী দিনগুলি হোক সুন্দর, সুখের, শান্তির এবং সফলতার মহান আল্লাহর দরবারে লাখো কোটি প্রার্থণা।