আজ তোমাকে

আজ তোমাকে -///- শফিক তপন
===================
আজ তোমাকে
ভাললাগে কাল কি হবে জানিনা,
আজ তোমাকে
ভাল বাসি কাল কি হবে মানিনা ।

আজ তোমাকে
মনে পড়ে কাল কি হবে জানিনা,
আজ তোমাকে
কাছে চাই কাল কি হবে মানিনা ।

আজ তোমাকে
মনে ধরে কাল কি হবে জানিনা,
আজ তোমাকে
বুকে নেই কাল কি হবে মানিনা ।

আজ তোমাকে
সুখে রাখি কাল কি হবে জানিনা,
আজ তোমাকে
ছুঁতে পারি কাল কি হবে মানিনা ।

আজ তোমাকে
ভেবে মরি কাল কি হবে জানিনা,
আজ তোমাকে
প্রিয়া বলি কাল কি হবে মানিনা ।
_______________
শনিবার, ২৮শে অক্টবর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes