প্রাণটা কাঁদে যত

দুইটা নয়
তিনটা নয়
চারটাও নয়
শুধু যে এক জনই আমার মা,
তাঁর মত
এত আপন
এই ত্রিভূবনে
আমার কাছে আরতো কেহনা ।

এই মনে
মায়ের কথা
থাকে সারাক্ষন
মাকে যে আমি ভালবাসি কত,
প্রিয় মাকে
দেখব বলে
কাটছে আশায়
মায়ের জন্যই প্রাণটা কাঁদে যত ।
_____________________
প্রাণটা কাঁদে যত – /// – শফিক তপন
২৭শে সেপ্টেম্বর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes