হেমন্তকাল

হিম কুয়াশার চাদর গায়ে
হেমন্তকাল আসে
বিন্দু বিন্দু শিশির জমে
পথের নরম ঘাসে।
পাকা ধানের ভরা মাঠে
ফিঙে, চড়ুই নাচে
লজ্জা পেয়ে ধানগুলো সব
হাওয়ার সাথে হাসে।
কৃষাণীদের ঘরে সুখের
কি আনন্দধারা
হেমন্তকাল বাংলায় এসে
ফেলে দিলো সাড়া।
0.00 avg. rating (0% score) - 0 votes