শীতের সকাল
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ঘর ছোট ছোট পাখি,
প্রভাত সময় কালে ওঠে রোজ ডাকি।
ফুলবনে ফুল ফোটে সমীরণ বয়,
মালতী মল্লিকা যুঁথী হেসে কথা কয়।
পূব আকাশের গায় লাল সূর্য হাসে,
বিন্দু বিন্দু হিম পড়ে উঠোনের ঘাসে।
উঠোনেতে হাঁসগুলি করে কোলাহল,
দড়ি দিয়ে বাঁধা গাভী, ভেড়া ও ছাগল।
বুড়িমাসী কাঠ জ্বেলে আগুন পোহায়,
পাশে বসি নাতি তার দুধ মুড়ি খায়।
ভাঙা পাঁচিলের পাশে বসে এক কাক,
ফেরিওয়ালা রাস্তায় দিয়ে যায় হাঁক।
কুয়াশায় মুখ ঢাকে শীতের সকাল,
গাঁয়ের অজয় নদী বহে চিরকাল।