মধুময় হৃদয়

মধুময় হৃদয়   🌺  শফিক তপন
—————————
আমার এ হৃদয়টি
একটি ফুল ফোটা হৃদয়,
সর্বক্ষন ভালবাসা
যেচে রয় সেই হৃদয়ময় ।

সে ফুলের সৌরভ
আমার হৃদয় যখন পায়,
আমার স্বপন ভরে
হৃদয়ের কানায় কানায় ।

কতই যে ফুল ফুটে
আবার পড়ে যায় ঝরে,
তুমি কাছে না এলে
শুধুই মলিন হয়ে পড়ে ।

ফুলফোটা হৃদয়ে
ফুল ফুটে ফুটে ভরে রয়,
আমার হৃদয় হয়
ফুলের রসে রসে মধুময় ।
————-🌺
২৫শে অক্টোবর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes