বিধাতা

বাদলটা হয়ে গেছে আগে
শহরেতে ভেঙেছে আকাশ;
অবকাশে এ স্বপন লাগে
বহিছে নিয়মের বাতাস।
ভেসেছে ও নগর জীবন
অনেকের স্বপ্নও ভেজে;
চঞ্চল হতে দেখি মন
মন লাগে না যে কোনো কাজে।
বেসামাল ছবি চারিদিকে
দেখা হবে অবেলার পারে;
স্বপ্নটা হয় দেখি ফিকে
মানুষের ঘর পথ দ্বারে।
মনের কবিতা জমে মনে
লেখা হয় মনের পাতায়;
আমি আছি অবসর ক্ষণে-
জীবন গড়েছে বিধাতায়।
——

0.00 avg. rating (0% score) - 0 votes