তোমার ঐ কোলের মাঝে রেখ ।।। শফিক তপন
———
বড় সাধ ছিল মনে মনে
তোমায় জড়িয়ে ধরে ভিজব ঐ বৃষ্টিতে,
তোমার নয়নের আলো
হয়ে মিশে থাকব তোমারই চির দৃষ্টিতে ।
তোমাকে ভাবতে ভাবতে
কেটেই যায় আমার সকাল দুপুর রাত,
তোমার সাথে দেব সাথ
ভরবে জীবন রেখে তোমার হাতে হাত ।
তোমায় যদি পাশে পাই
আমার জোৎস্নার কোন দরকার আছে ?
চাঁদের আলোইতো পাব
যখন তুমিই শুধু থাকবে আমার কাছে ।
হারিয়ে যাব বনের মাঝে
আমার পথের পানে যদি না চেয়ে থাক,
মরে যাব ডুবে নদীর জলে
যদি না আমায় ঐ কোলের মাঝে রাখ ।
——
২৪শে অগাষ্ট ২০১৭ইং