যেন ফিরে আসি আবার
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
এই মাটি হয় নরম সরস,
গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
এই মাটিতে স্নেহের পরশ।
দিঘির জলে কমল ফোটে
মাটিতে ফলে সোনার ধান,
গাঁয়ের মাঝি নৌকা চালায়
গায় ভাটিয়ালী সুরে গান।
রাঙা মাটির পথের বাঁকে
সবুজ সবুজ বিশাল গাছ,
দিঘির জলে জেলেরা সকলে
রোজ সকালে ধরে মাছ।
গাঁয়ের কুমার তাঁতি ও ছুতার
নাপিত, কামার করে বাস,
দিনে কাজ করে ঘুমায় রাতে
সুখে থাকে ওরা বারোমাস।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
মা যে আমার, মাটি আমার,
পর জনমে তাই যেন ফিরে
এই গাঁয়েতেই আসি আবার।