হলুদ প্রেম

হলুদ প্রেম
লেখাঃ অনিক শিকদার

আরো একটা সবুজ রাত্রি
একটা কালো ঘন মেঘে ঢাকা দিন।
তোমার আঁচলের কোনে বাঁধা আছে
আমার হলুদ প্রেমের ঋণ।
সে আঁচল যেন হাওয়ায় ভাসে না,
কলঙ্ক কালো মেঘেরঘটা যেন ছোঁয় না।
আঁচলের গিট খুলে দেখো
ভয় পেয়োনা মোর প্রিয়,
এই তো আমি জেগে আছি
তোমার পাহারাদার শিকারি।
চোখের তারাই হাজার স্বপ্নজাল
হলুদ, সাদা, আরো আছে নীল-লাল।
আমাদের প্রেম ছিল হলদে,
তাই বিধাতাপুরুষ ইর্ষা অনলে জ্বলে যেত।
তবুও প্রেম মিশে যায়, অজানায়।
যেখানে মেঘেরাও তাদের পথ ভুলে যেত।
আমি সবুজের মাঝে থেকে যাই
নীলের পিছু হেটে হেটে ক্লান্ত প্রায়।
হয়তো, কোন এক শরতে দেখবে আমায়
আকাশের নীলের সীমানায়।
দেখবে সেই হলদে প্রেমকে খুঁজে এনেছি।
আকাশের সিঁড়িপথ বেয়ে নেমে আসব
সবুজ মাঠের পত্র-পল্লব তলে।
হলুদ ফুলে ভরিয়ে দেব তেপান্তর,
সেই স্বপ্নঘোর আমার ঘুম শিকার করেছে,
আজিকের রাত্রিকাল তাই সবুজবর্ণ।
তুমি এলেই তবে শুরু হবে বসন্ত,
হলুদ প্রেমফুলে পূর্ণতা পাবে সবুজ।
তোমার আঁচলের শুভ্রতা শান্তিনগরী,
চুলের বাঁধন মাঝে রাতের গুঞ্জন,
কাজলনয়ন যেন আমার আভরণ,
হারিয়েছি বটে, তবু তুমিই সুন্দরতম সুন্দরী।

৭ই কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “হলুদ প্রেম

Comments are closed.