মুক্তি

মুক্তি
লেখাঃ অনিক শিকদার

নিকৃষ্ট শহরের উপমা,
অসভ্য জঘন্যতম পূর্ণিমা!
কেউ কাউকে চিনেনা।
পথঘাট, দালানকোঠা, নিষ্প্রাণতা,
সব জেনেও অজানা।
ধূলিকণা, জলকণা, নিরবতা,
রাস্তার পাশে বস্তিপ্রথা!
সব টাকারকুমিরে আন্ধা,
মেডিকেল থেকে ভার্সিটি
চলে সিট বেচা-কেনার ধান্দা।
পাবলিক টয়লেট,
সেখানেও গলা কাটা বান্ধা।
কি এক কলিকাল এসেছে,
চারিধার অনাচারে ভেসেছে।
শিক্ষা হয়ে গেল পণ্য,
ভালবাসা, সে তো আরও জঘন্য!
শহরচিত্র যেন বাষ্পীয় ইঞ্জিন,
এক আধুনিক কলঙ্ক-ফড়িং!
মেঘের জল যেথা বায়ব্য
মানুষেটানা মানুষই সেথা অসভ্য।
উদ্বাস্তুরা রাজপথে রাজকীয়
ধনীর-দুলাল চার দেয়ালে ধেয়।
সকলকে এক করে রাত-দিন ব্যস্ততা
খাবার ভুলে যায় কে তার কর্তা।
একদিন থেমে যাবে সকল ব্যস্ততা
পেয়ে যাবে সকল প্রাণ মুক্তির বার্তা।

৭ই কার্তিক ১৪২৪
নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes