ঘরে ঘরে ভাইফোঁটা

ঘরে ঘরে ভাইফোঁটা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

ভ্রাতৃ-দ্বিতীয়ার দিন পূণ্য তিথি কয়,

ঘরে ঘরে ভাইফোঁটা ভারি ধূম হয়।

সুগন্ধিত ধূপ দীপ নানা উপহার,

ভগিনীরা ফোঁটা দেয় কপালে ভ্রাতার।

 

আজিকার দিনে যদি বোন ফোঁটা দেয়,

সাধ্য কার ভ্রাতা তার যম কেড়ে নেয়।

ধান্য দূর্বা ফুল দিয়ে, নেয় আশীর্বাদ,

কপালেতে দিলে ফোঁটা পুরে মনোসাধ।

 

সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার,

ভগিনী প্রদান করে হস্তেতে ভ্রাতার।

সবশেষে গুঁয়াপান দেয় বিধিমতে,

সারাদিন আলাপন ভ্রাতার সহিতে।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ঘরে ঘরে ভাইফোঁটা

Comments are closed.