আকাশী

আকাশী
নাসির আহমেদ দুর্জয়
=========================
নীল রঙা আকাশের আল্পনা
রাতের ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলে
ভোরের আলোয়
আমি আনমনে অপ্রতিম আকাশ দেখি
আকাশী নামটা হঠাৎ মাথায় খেলা শুরু করল
কয়েকলাইনের পঙ্কক্তি
তারপরই প্রেম
হঠাৎ একদিন কারো নাম রেখে দেব আকাশী
প্রেম ছিল না যে মানবীর সাথে
আজি তার সাথেই হবে প্রেম
প্রিয় আকাশী——–

0.00 avg. rating (0% score) - 0 votes