কবিতার পাতায় বিদ্রোহ
লক্ষ্মণ ভাণ্ডারী
মানুষে মানুষে হানাহানি আজ মেতেছে জিঘাংসায়,
মানুষের দুঃখে কাঁদেনা মানুষ, জ্বলে পুড়ে হিংসায়।
মানুষে মানুষে খুনোখুনি আজ, দিকে দিকে সন্ত্রাস,
দেশজুড়ে নামে কালোছায়া কাঁদিছে আকাশ বাতাস।
কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।
মানুষ খেলিছে রক্তের হোলি, হত্যা রক্ত ও আর্তনাদ,
সারা দেশ জুড়ে মরণের খেলা, রচিছে মরণের ফাঁদ।
মানুষে মানুষে রক্তারক্তি আজ, রক্তরঞ্জিত ধরণীর ধূলি,
মানুষ মেতেছে হত্যালীলায়, করে মৃত্যরে কোলাকুলি।
কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।
মানুষে মানুষে বিদ্রোহ আজ, বিদ্রোহ তাই দিকে দিকে,
পূরব গগনে হাসিছে অরূণ-রবি লাল তাজা-খুন মেখে।
মানুষে মানুষে শত্রুতা আজ, ওই শুনি কার আর্তনাদ?
মানুষেই কাটে মানুষের মস্তক, মানুষ যে আজ জহ্লাদ।
কবিতার পাতায় বিদ্রোহ তাই বিদ্রোহের আগুন জ্বলে,
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে সে কবিতায় কথা বলে।