রোহিঙ্গাদের স্বাধীণতা

রোহিঙ্গাদের স্বাধীনতা
তোফায়েল আহমেদ টুটুল

আয়রে খালিদ আয়রে উমর শির উঁচু করে মুসলমান,
এসেছে নতুন বদর উড়াতে আজ ইসলামের নিশান।
মায়ানমারে দূর্গ সাজিয়ে মুতার প্রান্তরে হতে হাজির,
আল্লাহুআকবার ধ্বনির জেহাদে মুজাহিদ মহাবীর।
অং সান সূচি আল্লাহর দুশমন হয়েছে আবু জাহেল,
রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে করতে হবে আজ কতেল।

ঝড় তুফান হয়ে ওঠরে জেগে মুসলিম নৌজোয়ান,
যুদ্ধের দামামা বাজিয়ে চল মায়ানমার ওহুদ ময়দান।
মরলে শহীদ বাঁচলে গাজী বিশ্বজাহান তোল কাঁপিয়ে,
রাখাইনে আগ্রাসনে হানরে আঘাত দেখবি কত চেয়ে!
সূচির যত বন্ধি শালা আগুন জ্বালা উদ্ধারে রোহিঙ্গা,
যুবক বৃদ্ধ এক কাতারে দাড়িয়ে কর মরণ প্রতিজ্ঞা।

ইসলামের বাতি নিভাতে এক হয়েছে নমরুদ ফেরাউন,
বিশ্ব বিবেক দেখছে তাই রোহিঙ্গাদের করুণ রোধণ।
ভেঙ্গে ফেল শক্ত কপাট লোহার শিকল মুক্তির গানে,
ওরে মুসলমান যা আরাকান তাকানো যে তোর পানে।
নৃশংস হত্যাযজ্ঞের কর্মকান্ড হায়েনা সুচির বর্বরতা,
হিংস্র দানব নির্মুলে মৃত্যুপুরী রাখাইনে দে স্বাধীনতা।

0.00 avg. rating (0% score) - 0 votes