রাতের আঁধারে

রাতের আঁধারে ।।। শফিক তপন
——————-
কার যে হাত দুটি ধরে
রাতের আঁধারে চিরতরে গেলে চলে,
যাবার বেলায় দেখিনি
তুমি শুধু হারিয়ে গেলে কিছুনা বলে ।

কি ছিল তোমার মনে
সে কথাটি কোনদিন পারিনি বুঝতে,
কতযে রাত দিন মাস
গেছে ফুরিয়ে শুধু তোমাকেই খুঁজতে ।

চির অচেনা অজানা
জানিনা ঠিকানা, হারিয়েছ বহু দূরে,
জীবন সাজিয়েছ যার
দিবানিশি রয়েগেছ তার হৃদয় জুড়ে ।

যেখানে থাক যতদূরে
যাকে নিয়ে থাক আজ আপন করে,
দোয়া করি হাত তুলে
সোনালী স্বপ্নে জীবনটা থাকুক ভরে ।
——-
সোমবার, ১৬ই অক্টবর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “রাতের আঁধারে

Comments are closed.