অনন্ত অপেক্ষায়
তোফায়েল আহমেদ টুটুল
আর কতকাল উদিত সূর্য পশ্চিমে অস্ত যাবে
রাত্রি শেষে নতুন দিনের আলো দেখব কত
অনন্তকাল ব্যাপী রয়েছি আমি অপেক্ষারত
বলনা তুমি সত্যি করে আবার আসবে কবে?
বাগানের দক্ষিণে নব গজানো হিজল চারা,
বলেছিলে তুমি নষ্ট করনা একদিন বড় হবে,
হিজল ফুলেই মিলনের মালা গাঁথিবে তবে,
কত বছর ধরেই শুকিয়েছে সাজানো তোরা।
নদীর বুকে জেগে উঠা চরে নির্জনে দুজন,
স্বপ্ন ছিল নতুন ভূবনে গড়িব সুখের মহল,
সুন্দর পরিবেশে আজ কত বসতির দখল,
অপেক্ষার প্রহরগুলো কেবল স্মৃতিতে ধারণ।
শৈশব কৈশর যৌবনে পদার্পনে অজান্তে মন,
ছোট্ট নীড়ে আনন্দ কোলাহলে চির অঙ্গিকার,
মৃত্যু প্রতিরোধে এক সাথে আজীবন বাঁচার,
হয়নি অপেক্ষার অবসান তোমার আগমন।
মন বলে তুমি আসবে জীবনে বিধির কৃপায় ,
ব্যথা বেদনার হৃদয় ক্ষতগুলো মুছিয়ে দিতে,
বিরহের তৃষ্ণা মিটাতে অতৃপ্ত সুধা নিয়ে হাতে,
ভালাবাসার বিশ্বাসে আজো অনন্ত অপেক্ষায়।।