ব্যথার দোসর
তোফায়েল আহমেদ টুটুল
প্রাণের মানুষ রয়েছে প্রাণে মনের মানুষ মনে,
যেখানে যাই যেদিকে তাকাই হেরি সব খানে।
অন্তর ডাকে নাম ধরে কত তবুও নেই সাড়া,
বন্ধ নয়নে দেখি হৃদয় দুয়ারে রয়েছে খাড়া।
যুগ যুগান্তকাল ব্যাপী সে বুকের গহীণ নীড়ে,
চেনা অচেনা পড়শীর মত আসা যাওয়া করে।
আত্মীয়তার খাতিরে ঘটেনি সম্পর্কের প্রণয়,
তবুও আপন প্রিয়জন ভাবছে সর্বদা হৃদয়।
আনন্দে গড়ে সুখের অট্টালিকা সুন্দর ভূবন,
আশার দানা আঁখি জুড়ে বাঁধে রঙিন স্বপন।
কল্পনার আবিরে খেলছে হলি স্বর্গের অপ্সরী,
নুপুরের নিক্কণ নৃত্যের তালে জান্নাতের হুরী।
তৃপ্তির স্বাধ মিটেনা কভু প্রাপ্তির চাহিদা দিগুন,
পলকের আড়াল বিরহী কাঙ্গালের বুকে আগুন।
চিতার অনলে দিবানিশি দহণ নিভানো দুস্কর,
বেদনা বিঁধুর লগ্নে অন্তর খুঁজে ব্যথার দোসর।