ত্রিবেণী ঘাট
লেখাঃ অনিক শিকদার
রসিকপাড়ার রসের অলি
অন্তরে যার সাধন বুলি।
নোঙর ফেলে দ্বিদল পাটে
অমাবস্যা ত্রিবেণী ঘাটে।
ছয় মাঝিয়ান দাঁড় টেনেছে
একজনাতে উজান বায়।
ভবের ঘরে সিঁধ কেটেছে
কাম রিপুর তাড়নায়।
দমের খেলা খেলে পাগল,
কে পেতেছে আসমানি কল?
আলিফ মীমে আল্লা নবী,
কে দেখিবে লামের ছবি?
দেহ-তত্ত্ব যে জেনেছে,
অতি নিটোল প্রেমময়।
ত্রিবেণী-ভেদ যে বুঝেছে,
মূলাশ্রয়ী সে জন হয়।
২৬শে আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ
অসাধারণ ভাবনা নিয়ে কবিতাটি পরিস্ফুটিত।
ছন্দ ও কাব্যিকতার সুন্দর উপস্থাপনা।
প্রিয়কবি অনিক শিকদারকে শতসহস্র শুভেচ্ছা।
শুভকামনা নিরন্তর।
অশেষ ভালবাসা ও শ্রদ্ধালু শুভকামনা রইল, প্রিয় কবি লক্ষণ ভাণ্ডারী।
আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছে আছে মনে।
ফেইসবুক এর লিঙ্ক টা দিলে কৃতজ্ঞ হতাম।