আমাদের গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের গাঁয়ে আছে ছোট ছোট বাড়ি,
দূরেতে অজয় নদী ঢালু তার পাড়ি।
প্রভাতে সোনার রবি উদিত গগনে,
মানস উদাস হয় পক্ষীর কূজনে।
আমাদের আঙিনায় সোনা রোদ হাসে,
নাচিছে চড়ুই পাখি আঙিনার ঘাসে।
আঙিনায় ছোট শিশু কাঁদিছে পড়িয়া,
কোলে তারে তুলে নেয় জননী আসিয়া।
বেলা যেই আসে পড়ে পদ্ম দিঘি ঘাটে,
ছেলেরা কাবাডি খেলে ঘোষপাড়া মাঠে।
পাখিরা বাসায় ফেরে নামে অন্ধকার,
গাঁয়েতে আঁধার নামে পথে চারিধার।
পূর্ণিমার চাঁদ ওঠে জোছনা ছড়ায়,
পথেঘাটে অন্ধকার সব মুছে যায়।