রোহিঙারা আজ অসহায়

রোহিঙারা আজ অসহায়
—————————-
রোহিঙারা আজ অসহায়
ওরা মানুষ ওদের আছে বাঁচার অধিকার,
অন্যায়ের বিরুদ্ধে শোচ্চার
আজকে আমরা থাকবনা কেহ নির্বিকার ।

হায়েনাদের বিষাক্ত ছোবলে
এক এক কচি প্রাণ অকাতরে যাচ্ছে ঝরে,
ঐ নির্দয়, নিষ্ঠুর অত্যাচারে
এ পৃথিবী আজ বিষ বায়ুতে গেছে ভরে ।

নিশ্চিহ্ন হয়ে গেছে সবকিছু
যেথায় ওরা বাস করত জনম জনম ধরে ।
সারা জীবনের স্মৃতি আর
পোড়া পরিত্যক্ত ভিটা মাটি রয়েছে পরে ।

দু:খ কষ্টের আজ সীমা নেই
সবকিছুই শেষ রোহিঙারা আজ যাযাবর,
যে যেখানে যেভাবেই পারছে
ওরা বনে জঙ্গলে রাস্তা ঘাটে বাঁধছে ঘর ।

তিলে তিলে গড়া সব ফেলে
সহায় সম্বল হারিয়ে ওরা আজকে নি:শ্ব,
যে যাই পার কিছু একটা কর
চুপ করে থেক না জেগে উঠ হে মহা বিশ্ব ।
—————
শফিক তপন
১০ই অক্টোবর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes