কল্পণার বাস্তবতা
তোফায়েল আহমেদ টুটুল
আদি কাঙ্খিতে ভাবনার আদিতে
তোমাকে করেছিলাম কল্পনা
কল্পণা যার মূল আসলে তা ভুল
তুমি ছাড়া কিছু বুঝিনা বুঝিনা।
শরতের কাশবনে উদাসী আনমনে
আমাকে পিছু ডাক বারে বার
নীল গগণের বুকে মেঘে ভেসে ভেসে
বৃষ্টিতে ভিজে হলেম একাকার।
জানি সবি মিছে মরিচিকা আলেয়ার
ঝিঁ ঝিঁ পোকা জ্বলে আধারে
আঁখিতে কাজল মাখা হরিণীর দৃষ্টি
পদ্ম কোমল যেনো সরোবরে।
আলতা রাঙানো পায়ে নূপুরের ধ্বনি
বুকের গহণে বাজে অচীন সুর,
কল্পনা আর বাস্তবে ভালবাসার অস্থিত্ব
তুমি আমি এখনো দূর বহুদূর।