আত্মমগ্ন
লেখাঃ অনিক শিকদার
আমি প্রকৃতিপূজা করি,
বাস্তবরূপ বিশ্বাসকারী,
আর বেঁচে থাকি কল্পনায়।
কি নিয়ম দিলে প্রকৃতিকে?
হে মহান অসীম সৃষ্টকারী,
আমি বন্দী এই জেলখানায়।
পথের ধারে বটবৃক্ষ আমি,
পথিকেরে মায়া দানকারী,
সকলি জুড়াই প্রাণ গাঢ় ছায়ায়।
আমি সূর্য হয়ে সদাই পুড়ি,
মন-প্রাণ আর আছে যত বারি।
বৃষ্টি হয়ে ভিজাই সে কালো ছাই!
আমি শ্যাম হয়ে ফিরে আসি,
ছয় আত্মা ঘিরে জমাই পাড়ি!
মুক্তি মেলে কি কোন সাধনায়?
২২শে আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ