প্রার্থণা

তুমি জগত মাওলা, এই বিশ্ব পতি,
কবুল কর প্রার্থণা, আত্মার আকুতি।
অনন্ত, অসীম, সর্ব- শক্তিমান তুমি,
দয়ার মহিমা চাই, হে, অন্তরযামী।
তোমার প্রেরিত নবী, নুর মুহাম্মদ,
হইব খাঁটি উম্মত, করেছি শপথ।
তোমার করুণা পথে ,চাই রহমত,
ঈমানের সাথে প্রভু, দেখাও সে পথ।

শেষ বিচারে মালিক, হে দয়াল প্রভু,
পরিচালনা করনা, ভুল পথে কভু।
অধম গুনাহগার, আমি পাপী বড়,
কবুল কর তওবা, ক্ষমাতে তোমার।
দোযখ আযাব থেকে, আখেরে উদ্ধার,
চির শান্তির জান্নাত, দাও উপহার।

0.00 avg. rating (0% score) - 0 votes