গাঁয়ের মাঝে তালদিঘি

গাঁয়ের মাঝে তালদিঘি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের মাঝে তালদিঘি আছে শীতল তার জল,

দিঘির জলে শালুক ফোটে, ফোটে নীল কমল।

সোনার রবি ছড়ায় কিরণ দিঘির সুশীতল জলে,

পানকৌড়িরা ডুব দেয় এসে রোজ সকাল হলে।

 

দিঘির পাড়ে রাস্তার ধারে আছে প্রকাণ্ড বটগাছ,

গাছের তলে ভালুকওয়ালা দেখায় ভালুক নাচ।

বাবুপাড়ার ওই স্কুলেতে যেই ঘণ্টা বেজে উঠে,

বইখাতা নিয়ে পাড়ার ছেলেরা স্কুলে যায় ছুটে।

 

বেলা চারটে বাজলে পরে স্কুলে ছুটির ঘণ্টা হয়,

যেতে হবে যে মায়ের কাছে আর দেরি না সয়।

পশ্চিমেতে সূর্যটা রোজ ডুবে যায় দিনের শেষে,

আলোক লুকায় বনের ধারে নীল পাহাড় ঘেঁষে।

 

তালদিঘিতে আঁধার নামে জোনাকিরা সব জ্বলে,

একটু পরেই চাঁদের আলো ছড়িয়ে পড়ে জলে।

0.00 avg. rating (0% score) - 0 votes