স্বপ্নচারিতা

স্বপনচারিতা

লেখাঃ অনিক শিকদার

 

মোর ঘুমঘোরে ওহে কে এলে চেনাজন,

স্বপ্নে তারে শত রঙে সাজাই অনুক্ষণ।

তন্দ্রাবেশে অবশেষে পেলাম না চরণ,

ধ্যানে তারে ছুঁই তবু সে করে না বারন।

 

এ সহজ প্রাণে ধুলা দেয় কে সারাক্ষণ,

কল্পনাতে পাই তার মধুর আলিঙ্গন।

আঁখিপাতা মেলে দেখি আঁধার বিচরণ,

সে আঁধারচিত্র তার কেশের সঞ্চালন।

 

স্বপ্নতরী ছেড়ে যবে নামবে বৃন্দাবন,

প্রেমনদী বেয়ে যাবে উজান-সন্তরণ।

আঁখিপাতে নাহি যদি থাকবে দিনক্ষণ,

দিনভাগে হব তবে শরাবি অচেতন।

 

প্রলাপের তালেগোলে তুমি তুমি বচন,

এলোকেশী ভালবাসি যপে দুই নয়ন।

রোজ ঘুম ভাঙে মোর নাহি ভাঙে স্বপন,

আঁখি জলে প্রেম বনে দিয়ে যায় সেচন।

 

 

 

 

 

 

১৯ই আশ্বিন ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes