মেঘফুল

মেঘফুল

লেখাঃ অনিক শিকদার

 

তুমি আমি ভেসেছিলাম সারা বিকেল শেষে

যেন দুটি কাশফুলের বৃন্ত ছেঁড়ার বেশে।

উড়ে উড়ে কোন সে দূরে যায় সীমানা পাড়ে

যেথা এসে সূর্যরথ নিশীথ নোঙর গাড়ে।

ফিরে আসি আবার শীতে কোয়াশার গন্ধে

লক্ষ শত বছরের পিয়াসু হৃদয় ছন্দে।

কত কাল ভেসেছি আকাশে মেঘমালা রূপে

বুকে বুক চেপে বজ্রাহত হয় প্রাণ সঁপে।

জানলার গ্রিলে দুটি ফোঁটা বৃষ্টিজল হয়ে

কেঁদে মরি ঝড়োমেঘ ঝরে যাওয়ার ভয়ে।

আজো বাজে কৃষাণী হাতে চুড়ির টুং-টাং

দুই চুড়ি দুই হাতে মাঝে মেঘনার গাং।

নদে কবে আসবে জোয়ার ভাসবে দু’কূল

ধুয়ে মুছে যাবে কবে মনের সহস্র ভুল।

বর্ষা শেষে নয়া বেশে ভরবে প্রেমের মাঠ

কে পুরাবে শূন্য হৃদয় মরা নদীর ঘাট।

 

 

২১শে আশ্বিন ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes