দূর্গা পূজো

ষষ্ঠী তে সবাই মায়ের করলো আরাধনা।
সপ্তমী তে ঘুরতে পুজোয় ধরলো যে বাহানা।
অষ্টমী তে দেবীর কুমারী আসলো মোদের ঘরে।
নবমী তে খাওয়ার দাওয়াত থাকবে সবার ঘরে।
দশমী তে দূর্গা মা যে যাবে শ্বশুর বাড়ী,
বিদায় বেলায় মাকে নিয়ে মাতবে নর ও নারী।

0.00 avg. rating (0% score) - 0 votes