চোরা বুক খোঁজে তব মুখ

চোরা বুক খোঁজে তব মুখ ।।। শফিক তপন
________________________

প্রেমময় এক জীবন সবার থাকে
প্রেম সর্বদা হাতছানি দিয়ে ডাকে,
কত কথা কত স্মৃতি হারিয়ে যায়
জীবনের স্রোতোবহা নদীর বাকে ।

তব প্রেমেরই প্রজ্জ্বলিত অগ্নিদগ্ধে
সেই আমি সতত জ্বলে পুড়ে মরি,
তখনই অজান্তে আমি তোমাকেই
গোপনে স্বপনে বুকে জড়ায়ে ধরি ।

তুমি জাননা ওগো তুমি মোর কে
তুমি মোর প্রেম আমি শুধু জানি,
তুমিযে আমার এক হৃদপিন্ডেশ্বরী
অধরা প্রেয়সী আমিতো তা মানি ।

প্রস্ফুটিত তব প্রেমের শ্বেত পদ্মটা
বারবার ফুটে উঠে হৃদয় সরোবরে,
আমি জেগে উঠি আজও বারবার
নীরবে নিভৃতে তোমার ঐ অধরে ।

তোমাকে খোঁজে তোমাকেই পূজে
দিবানিশী আমার এই চোরা বুক,
থাকে একটু আশা আর ভরসায়
যদি বা পায় তব শাশ্বতী চন্দ্র মুখ ।

___________
রবিবার, ১লা অক্টবর ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes