নবরাগ

নবরাগ

লেখাঃ অনিক শিকদার

 

আজ নিজেকে অনেক প্রসন্নচিত্ত মনে হচ্ছে,

জানি না কেন, তবে হৃদয় মোহাবেশে কাঁপছে!

বয়ে যাক এ কাল কোন নব মোহনার কাছে,

নিয়ে যাক ভাসিয়ে মনের দু’কূল তার পিছে।

 

এ যদি মদিরাক্ষী হয় তবে পলক যেন পড়েনা,

এ যদি স্বপ্নঘোর হয় তবে ঘুম যেন ভাঙ্গে না।

এ যদি শ্রাবণধারা হয় তবে মেঘ যেন ফুরাই না,

এ যদি ঝড়তুফান হয় তবে ডাল যেন টুটে না।

 

আজি মত্ত হৃদয় মর্ত্য অনুভব করে,

ভোরের পাখির কলরব নকল করে,

সুরের প্রভু আজি ষাড়ব-ঔড়ব সাধে,

তবুও মনোহর নাহি এ দোয়ার খোলে।

পাহাড় চাপিয়া বুকে তারে নিরবে বাঁধে,

হয়েছে গত শত জনম কি যেন ভুলে।

ফিরেছে কৃষ্ণ-ভ্রমর নব ফাগুনমাসে,

মধুপ থাকবে কি গো শুকনা ফুল পাশে?

 

 

 

১৩ই আশ্বিন ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes