চাই তোমার প্রেমের আলো

চাই তোমার প্রেমের আলো ।।। শফিক । তপন
________________________________
বনে বনে ফুল ফুটেছে
ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুটেছে ফুল,
বনের ফুলে ভোলায়না
আমাকে দোলায় তোমার কানের দুল ।

চারি দিকে ঝড় উঠেছে
ঝড় উঠেছে ঝড় উঠেছে উঠেছে ঝড়,
ঝড় কিছু করতে পারেনা
শুধু তোমার বিরহে ভাঙে মোর ঘর ।

পূর্ণিমার ঐ চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে উঠেছে চাঁদ,
আঁধার ঘরে পাব আলো
শুধু তুমি যদি রাখ মোর কাঁধে কাঁধ ।

তোমাকেই যে ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি বাসিভালো,
এজীবনে কিছুই চাইনাগো
চাই যে শুধু তোমার প্রেমেরই আলো ।
_____________________

বুধবার, ২৭ই সেপ্টেম্বর ২০১৭

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “চাই তোমার প্রেমের আলো

Comments are closed.